পাইকগাছা অফিস : পাইকগাছায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী বিনা মূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করণ কর্মসূচী’র শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধারাবাহিকতায় রবিবার সকালে পুরাইকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃক আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া। সভাপ্রধান ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস। সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, এস এম কামরুল আবেদীন, খান হেলাল উদ্দিন সহ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, পিপিআর একটি মারাত্মক রোগ। আমাদের দেশে
প্রতিবছর এই রোগে প্রচুর ছাগল-ভেড়া মারা যায়। প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রোগ নিয়ন্ত্রণ এবং মৃত্যুর হার কমানো গেলে দেশে মাংসের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর আয় বৃদ্ধি পাবে, বিদেশে রপ্তানীকরণ ক্ষমতাও অর্জন করবে। এসময় কয়েক শতাধিক কৃষক তাদের ছাগল-ভেড়ার পিপিআর টিকা, কৃমি ও ভিটামিনের ঔষুধ গ্রহণ করেন। উল্লেখ্য, ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিনব্যাপী উপজেলার একটা পৌরসভা ও ১০ ইউনিয়নে ক্যাপিং, গ্রামের ডোর টু ডোর সেচ্ছাসেবী কৃত্রিম প্রজননকারী, এফইএএল, ভ্যাকসেনিটর, এলএসপি’র মাধ্যমে এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা হবে।
পাইকগাছায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্ত করণ কর্মসূচী’র উদ্বোধন
Leave a comment