জন্মভূমি রিপোর্ট : খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ কর্তৃক দুইলাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে আদালতে মামলা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পাইকগাছা, খুলনা আদালতে সি,আর ১৫৭৮/২৩ মামলায় বাদী শেখ রফিকুল ইসলাম উল্লেখ করেন, গত ২ নভেম্বর তার বসতবাড়ির ভিটায় প্রতিপক্ষের শেখ নুরুজ্জামান, রেজাউল মোড়ল, তাহেরা আল হোসনা, সুরাইয়া আল হুসনাসহ কয়েকজন দুষ্কৃতিকারি হামলা চালায়। তারা দা লাঠি লোহার রড়সহ নালিশী জমিতে প্রবেশ করে বিভিন্ন গাছপালা কাটতে থাকে। এসময় তাদের বাধা দিলে বাদীকে বেদমভাবে মারপিট করে। তারা নগদ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে দুইলাক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। বিষয়টি নিয়ে রফিকুল ইসলাম গত ৫ নভেম্বর আদালতে মামলা করেন।
উল্লেখ্য জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে খুলনা যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দেওয়ানী ৪৪/২৩ মামলা চলমান রয়েছে। আদালত নালিশী জমিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। নির্দেশ উপেক্ষা করে বিবাদীগণ পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বাদীকে আহত ও ক্ষয়ক্ষতি করায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।