জন্মভূমি ডেস্ক : খুলনার পাইকগাছা উপজেলার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ ও পানি কমিটির আয়োজনে আজ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে পাইকগাছা অফিসার্স ক্লাব মিলনায়তনে পাইকগাছা উপজেলা পানি কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ (অব:) এবিএম শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার ও শেখ জিয়াদুল ইসলাম। উত্তরণের দীলিপ কুমার সানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার ও কাজী তোকারম হোসেন টুকু, মোঃ কামরুজ্জামান মোড়ল,প্যানেল চেয়ারম্যান রামটিকাদার, সুকৃতি মোহন সরকার, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, সহকারী অধ্যাপক রবিন কর্মকার, বৈশাখী।
সভায় বক্তারা অতি দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে শিবসা ও হাড়িয়া নদী খননের জোর দাবি জানান।