পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো.আরিফুজ্জামান। তিনি বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন সহ ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দের পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, নবাগত এসিল্যান্ড মো. আরিফুজ্জামান সাতক্ষীরা জেলার কলোরোয়া উপজেলার কৃর্তি সন্তান ও স্থায়ী বাসিন্দার। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে বিসিএস ৩৬ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে যোগদান করে অক্টোবরের ২০২১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসাবে কর্মরত ছিলেন। গত ৮ নভেম্বর তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসাবে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় যোগদান করেন। যোগদান করেই নবাগত এসিল্যান্ড মো. আরিফুজ্জামান এ প্রতিনিধির সাথে আলাপচারিতায় সেবার মানসিকতা নিয়ে পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময়ে অন্যান্যদের মধ্যে কেশবপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. রবিউল ইসলাম, শিশু কর্মকর্তা বিমল কুন্ডু, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, সাহিদুল ইসলাম ও মো. আনিছুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ওবাইদুর ইসলাম ও উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. আব্দুল বারী, সার্ভেয়ার কাওছার আহমেদ, আনিছুর রহমান, জিয়াদুল্লাহ ও অমর্ত্য বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন।