
পাইকগাছা পৌর প্রতিনিধি : খুলনার পাইকগাছায় রাতে খাওয়ার পরে এক নারী সহ দুই শিশু অচেতন অবস্থায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সরেজমিনে জানাযায় পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডে বাতিখালী গ্রামের আবুল হোসেনের স্ত্রী হাবিবা বেগম (৩৩)ছেলে ইসমাইল হোসেন ১০,মুর্শিদ গোলদার এর ছেলে ফাইম (১১)সোমবার রাতে খাবার খেলে কিছুক্ষণ পরে শারিরীক ভাবে অসুস্থ বোধ করার পরে অচেতন হয়ে পড়লে,তাৎক্ষণিক পরিবারের সদস্যরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাবিবা বেগম বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে দুপুরে রান্না করা খাবার, দুপুরে খেয়েছি,রাতে একই খাবার প্রথমে আমি খেয়ে পরে আমার বাচ্চাদের খাওয়ায়।কিছুক্ষণ পরে আমি সহ আমার ছেলে ও ভাইয়ের ছেলে মাথা ঘোরে, ঘুম ঘুম অবস্থায় অচেতন হয়ে পড়ি। হাবিবার বোন সাবিনা ইয়াসমিন জানান সোমবার রাতে আমার বোন ও ভাইয়ের ছেলে দুপুরের রান্না করা খাবার খেয়েছে ওই একই রাতে খেলে তারা সকলে অচেতন হয়ে পড়ে । আমি তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করি। তিনি আরোও বলেন বোনের বাড়ির মেইন গেট ও বারান্দার দরজা খোলা ছিল, যে কারনে শত্রুতাকরে কে বা কারা খাবারের সাথে অচেতন করা মেডিসিন মিশিয়ে দেওয়া হতে পারে। পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মেহেদী হাসান বলেন, নারী সহ দুই শিশু হাসপাতালে ভর্তি আছেন,তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরীক্ষানিরীক্ষা করার পরে সঠিক তথ্য পাওয়া সম্ভব।