পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগ এবং চাঁদাবাজি অভিযোগে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সাবেক কাউন্সিলর কবিতা রানী দাশ চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ এনে পাইকগাছা প্রেসক্লাবে শ্রমিকলীগ নেতা জাকির হোসেন এবং বিএনপি নেতা মোস্তফা মোড়লের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে মঙ্গলবার বিকালে মো. জাকির হোসেন পৌরসভার সরল বাজারে নিজ অফিসে সাবেক কাউন্সিলর ও জোনাকি সমিতির আদায়কারী কবিতা রানী দাশের বিরুদ্ধে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। জাকির হোসেন লিখিত বক্তব্য বলেন, আওয়ামী দোষর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা জোনাকী সমিতির লুটের রানী কবিতা রানী দাশ ১৯.৫.২৫ তারিখে পাইকগাছা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে আমাকে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল কে জড়িয়ে যে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেছে, তা আদৌ সত্য নহে। প্রকৃত ঘটনা পাইকগাছা পৌরসভার সরল বাজারে জোনাকি সমিতির প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করে। যাহা নিয়ে বিভিন্ন সালিশ বৈঠক হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সমিতির সদস্য ও পাওনাদাররা ১৬.৫.২৫ তারিখে তার বাড়িতে যায়, তাদের পাওনা দাবি করেন। সেখানে কথাকাটি চলতে থাকলে সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান আমাকে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়ল কে ডেকে নিয়ে যায়। সদস্যদের বুঝিয়ে কবিতার বাড়ি থেকে সমিতির পরিচালক আলাউদ্দীন ও সভাপতি মোহাম্মদ আলী গাজীর বাড়িতে যায়। সেখানে কবিতা জবানবন্দি রেকর্ড করেন এবং চলে যান। পরবর্তীতে আমাকে শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লকে জড়িয়ে কলঙ্ক লেপন করার বৃথা চেষ্টা করা হয়েছে। যেন মাছ না পেয়ে ছিপে কামড় দেয়ার মতো। এই সমস্ত বিষয় গরীব অসহায় ভিখারিদের টাকা আত্মসাৎ কারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা, জোনাকী সমিতির লুটের রানী কবিতা রানী দাশের সাংবাদিক সম্মেলন সহ মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে। কবিতা রানী দাশ নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়ার পরও প্রকাশ্যে ও বিভিন্ন এনজিও প্রোগ্রামে দেখা যাচ্ছে, তাকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।