জন্মভূমি ডেস্ক : খুলনার পাইকগাছায় পুলিশের গাড়ীতে ককটেল হামলা’র মামলায় পুলিশ গত দু’দিনে বিএনপি-জামায়াতের ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছেন। এ পর্যন্ত এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই অমিত কুমার দেবনাথ জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বশেষ হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন(৫৩),পৌর সভার বাতিখালীর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ রুবেল হোসেন রাজা (৩৭),রাড়ুলীর কাঠিপাড়ার জামায়েত নেতা গোলাম মোস্তফা (৬০) ও একই ইউনিয়নের সাবেক যুবদল নেতা ভবানীপুরের বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম (৪০)। ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে ৪ আসামীকে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিএনপি’র ডাকা হরতাল সফল করতে নাশকতার পরিকল্পনা স্বরুপ দুর্বত্তরা গত ২৯ অক্টোবর রাত সাড়ে ৮ টার দিকে লস্করের আলমতলার একটি চিংড়ি ঘেরের স্লুইসগেটের কাছে বেড়িবাঁধের নিচে জড়ো হয়। এক পর্যায়ে পুলিশের টহলকালে দুর্বত্তরার পুলিশের গাড়ী লক্ষ করে ককটেল হামলা চালায়। এতে দু’পুলিশ সদস্য আহত হয়। পুলিশও পাল্টাভাবে ৪ রাউন্ড গুলিবর্ষণ করেন। এ ঘটনায় পুলিশের এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে বিএনপি-জামায়েতে ইসলামীর ৪০নেতা-কর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন,যার নং-৩১।