পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাইসাইকেল এবং দু:স্থ ও অসহায় মহিলাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ৩৪ জন গরিব মেধাবী স্কুল শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৪০ জন দু:স্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও ইউএনও মুহাম্মদ আল-আমিন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দীন, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউপি সদস্য শংকর বিশ্বাস, সিএ কৃষ্ণ পদ মন্ডলসহ উপকারভোগীবৃন্দ।