
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ১৪৪ ধরার মামলার রায়ে দখল ভিত্তিক স্থিতিবস্থার আদেশ দিয়ে আদালত ১ম পক্ষের নালিশী জমিতে বিবাদী পক্ষগনকে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার এমআর-৪৩৫/২২ মামলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন ও শুনানীন্তে বিজ্ঞ বিচারক এ আদেশ দেন। এ মামলার বাদী-গদাইপুর ইউপি’র ঘোষাল গ্রামের মৃতঃ,পরিমল রায়ের ছেলে দীনেশ চন্দ্র রায় ও বিবাদীরা হলো-একই গ্রামের জয়দেব মিস্ত্রীর ছেলে ধ্রুব জ্যোতি মিস্ত্রী, মৃতঃ,বাসুদেব সরকারের ছেলে সুনিল সরকার, মঙ্গল সরকার ও প্রভাত সরকারসহ ৮ ব্যক্তি। মামলার বিবরনে জানাগেছে,চেঁচুয়া মৌজার দুটি খতিয়ানে ঘোষালের পরিমল রায় ওয়ারেশ সুত্রে-৮ শতক ও বিগত ১-৬-১৯৬০ সালে স্থানীয় বাসুদেব সরকারের কাছ থেকে ২৭৫৮ নং রেজিঃ,কোবলায় ক্রয়কৃত ১১ শতক জমি মোট-১৯ শতক জমিতে ভোগ দখলে ছিলেন। যার খতিয়ান নং-এসএ ৯৫ খারিজ সুত্রে ১১৮ খতিয়ানের এসএ-২৮৩ ও এসএ-১০৩ খতিয়ানের একাধিক দাগে এ সম্পত্তি। বহুদিন পর এ দাগ-খতিয়ানের সম্পত্তি নিয়ে ধ্রুব জ্যোতি গংরা দাবী করলে দু’পক্ষ বিরোধে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে গত ৮ নভেঃ ২২ তারিখ সকালে প্রতিপক্ষরা বাঁশখুটি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নালিশী জমি দখল চেষ্টা করলে দীনেশ চন্দ্র রায় বাদী হয়ে ধ্রুব জ্যোতি মিস্ত্রী গংদের বিরুদ্ধে নির্বাহী কোর্টে ১৪৪ ধারার মামলা করলে আদালতের নির্দেশে পুলিশ দু’পক্ষকে স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশনা দিয়েছিল।