পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির একাংশের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিকাল ৫ টায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, প্যানেল মেয়র-২ কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, সাইফুল ইসলাম তারিক, জাহিদুল ইসলাম লিটন, আমিনুর রহমান, আনারুল কাদির, আমিনুল ইসলাম বজলু, আব্দুস সাত্তার, ইব্রাহীম গাজী, আনারুল ইসলাম, যজ্ঞেশ্বর কার্ত্তিক, সোহেল গাজী, ইউনুছ মোল্লা। এ সময় বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।