
পাইকগাছা অফিস : পাইকগাছায় আগামী ২৬ সেপ্টেম্বর জেলায় বিভাগীয় “রোড মার্চ” সফলের লক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির দু’টি গ্রুপের উদ্যোগে পৃথক-পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুল আলম নান্নু। বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম আব্দুস সাত্তার, জাফরী নেওয়াজ চন্দন, খান ইসমাইল হোসেন, তানভীরুল আজম রুম্মান, পৌর আহ্বায়ক সেলিম রেজা লাকি, সদস্য সচিব মোস্তফা মোড়ল, তুষার কান্তি মন্ডল। উপজেলা সাংগঠনিক সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন শেখ ইমামুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার, প্রনব কান্তি মন্ডল, আসাদুজ্জামান খোকন, এড. টিএম সাইফুদ্দিন সুমন, শেখ আনারুল ইসলাম, এস এম মোহর আলী, স্বরজিৎ ঘোষ দেবেন প্রমুখ।
অপরগ্রুপ, একই সময়ে পাইকগাছা প্রেসক্লাবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু। বিশেষ অতিথি ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, শেখ আনিছুর রহমান, আতাউর রহমান রুনু, নাজমুল সাকিব পিন্টু, আব্দুল্লাহ হেলাল কাফি সখা, জাবির আলী। এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় বক্তৃতা করেন শেখ সাদেকুজ্জামান, তৌহিদুজ্জাম মুকুল, ইমরাস হোসেন, সাজ্জাদ আহম্মেদ মানিক, আনোয়ারুল ইসলাম, সাদ্দাম হোসেন। এ সময় দু’গ্রুপের উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।