পাইকগাছা প্রতিনিধি :পাইকগাছায় বিট পুলিশের কার্যক্রম জোরদার করতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় সংশ্লিষ্টদের সাথে থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে মঙ্গলবার পৌরসভা সহ হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, গদাইপুর, রাড়ুলী, লস্কর ও গড়ইখালী ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশের কর্মকর্তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি পেশার প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এসব মতবিনিময় সভায় করণীয় বিষয়ে নির্দেশনামূলক বক্তৃতা করেন , এসআই আব্দুল আহাদ, এসআই তরিকুল ইসলাম, এসআই মাসুদুর রহমান, এসআই খায়রুল আলম, এসআই মফিজুল ইসলাম, এসআই আনিছুর রহমান, এসআই সবুজ, এএসআই গৌতম মন্ডল ও এএসআই আলতাফ হোসেন। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, শিশু সুরক্ষা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বয়স্ক প্রতিবন্ধীদের সুরক্ষা, নিশ্চিত করার লক্ষ্যে, ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় করা হয়েছে