পাইকগাছা অফিস : বীর মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা কার্ড হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধান অতিথি হিসেবে এসকল কার্ড হস্তান্তর করেন
উপজেলা চেয়ারম্যান মো.আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সুজন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, আ. রাজ্জাক মলঙ্গী, মোকছেদ আলী, জিএম জামির হোসেন, আনিছুর রহমান, জামাত আলী, আজিজুর রহমান, কামাল হোসেন, এয়াকুব আলী, সৈয়দ আলী জোয়াদ্দার, আ. মজেদ, আ. গফুর, ফয়জুল বারী, সোহরাব হোসেন, ভগীরথ মন্ডল, মধু, আ. সামাদ। এসময়ে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দ উপস্থিত ছিলেন।
পাইকগাছায় বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা কার্ড প্রদান
Leave a comment