পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় উপজেলাধীন ৬নং লস্কার ইউনিয়নের আলমতলা গ্রামের বাসিন্দার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী গাইন (৭১) কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে লস্কর ইউনিয়নের আলমতলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে পাইকগাছা পৌরসভার সরল গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পমাল্য অর্পন শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম। এসময়ে থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সরদার আব্দুল মাজেদ, শহীদ কাজী, ব্যবসায়ী নিজাম উদ্দিন, মরহুমের পরিবার, আত্মীয় স্বজন, জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ এপ্রিল আলমতলায় নিজ বাসভবনে ভোর সোয়া ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না — রাজিউন)।