পাইকগাছা পৌর প্রতিনিধি : পাইকগাছা ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার রাতে দোকান বন্ধ করে নগদ ২ লাখ ৭০ হাজার ৫০০ শত টাকা নিয়ে যাওয়ার পথে, পথিমধ্যে আফজালের বাড়ির সামনে পৌঁছালে দুই যুবক পথরোধ করে ব্যবসায়ী সুশান্ত কুমার রায়ের কাছে থাকা টাকার ব্যাগ দিতে বলেন। কিন্তু তিনি টাকার ব্যাগটি দিতে অস্বীকৃতি জানায়, তখন ওই যুবকরা ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী কে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে উপজেলার কপিলমুনি। কপিলমুনি বাজারের প্রগতি পোল্ট্রি ফিডের মালিক সুশান্ত কুমার রায় জানান, প্রতিদিনের ন্যায় সোমবার বাড়ি ফেরার পথে আফজালের বাড়ির সামনে পৌঁছালে গলির মধ্যে থেকে মুখ বাধা দু’যুবক হঠাৎ সামনে এসে পথরোধ করে কাছে থাকা ব্যাগ দিতে বলে।এ সময় আমি ব্যাগ দিতে অস্বীকৃতি জানালে হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। সাথে সাথে কপিলমুনি পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুশান্ত কুমার রায় আরো বলেন, আশেপাশে থাকা সিসিটিভির ফুটেজ সংগ্রহ করলে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ধরা সম্ভব হবে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।