পাইকগাছা অফিস : যুব সমাজকে মাদক সহ সকল অপরাধমুক্ত রাখতে পাইকগাছায় ৪ দলীয় ভবলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে থেকে রাত পর্যন্ত পাইকগাছা থানা চত্বরে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব আয়োজিত ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতার উদ্বোধন করেন থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। টুর্নামেন্টের ফাইনালে পাইকগাছা দেবদুয়ার শেখপাড়া ভলিবল একাদশ ৩-১ তালা থানার এইচএমএস ভলিবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছে রানার্সআপ এইচএমএস ভলিবল একাদশের সৈকত। এসময় সাবেক প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রক ফিরোজ সিদ্দিকী, সহকারী অধ্যাপক কামরুল ইসলাম, ষোলআনা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, অ্যাড. মঞ্জুরুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, প্রশান্ত কুমার ঘোষ, আঃ সালাম, রাজু আহমেদ, রাম মন্ডল, শিয়াল, বাবু, আফজাল হোসেন বর্ষণ সহ অনেকে। খেলা পরিচালনা করেন, গাজী শহিদুল ইসলাম খোকন ও আবুল বাশার। ধারাভাষ্য দেন নুরুজ্জামান টিটু। খেলায় পাইকগাছা ইউনাইটেড স্পোর্টিং ক্লাব ও ডুমুরিয়া ভলিবল একাদশ অংশগ্রহণ করেন।