পাইকগাছা অফিস : ১১২তম পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন মহানমযজ্ঞ -২০২৫ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে নব- নির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য বৃন্দের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটীতে শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত আলোচনা সভাটি পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন মহানমযজ্ঞ উদযাপন কমিটির আহ্বায়ক অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন উদযাপন কমিটির সদস্য ও অব. ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়। রামকৃষ্ণ সেবাশ্রমের সেক্রেটারি প্রশান্ত কুমার সরকার ও কোষাধ্যক্ষ জগন্নাথ দেবনাথ এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন, জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল, পূজা পরিষদের পূজা বিষয়ক সম্পাদক অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ভার. অধ্যক্ষ উৎপল কুমার বাইন, সহকারী অধ্যাপক সুধাংশু কুমার মন্ডল, বিরিঞ্চিলাল মন্ডল, রবীন্দ্রনাথ মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অনিতা মন্ডল, উদযাপন কমিটির সদস্য সচিব সন্তোষ কুমার সরকার, অব. প্রধান শিক্ষক সৌরভ কুমার রায়, সন্তোষ সরদার, প্রভাষক জীবের রায়, অনুপম বিশ্বাস, হিরেন্দ্রনাথ সানা প্রমুখ। এসময় উপজেলার একটি পৌরসভা ও ১০ ইউনিয়নের মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি ও প্রতিনিধি এবং আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।