পাইকগাছা অফিস : এবার খুলনার পাইকগাছায় মক্তবে আরবী শিখতে গিয়ে ইমাম কর্তৃক ৮ বছরের শিশু যৌনপীড়নের স্বীকার হলেন। বিক্ষুব্ধ জনতা ইমাম আবুল কাশেম শেখ (৫৫) কে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। সে উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগরের মৃত. তফেল উদ্দীন শেখের ছেলে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সকালে ৭ টার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নেরর কাশিমনগরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আওতায় সরদারপাড়া জামে মসজিদের মক্তবে অন্য শিশুদের সাথে ঐ শিশুও আরবী শিখতে যায়। পরিবারের অভিযোগ নিয়োগপ্রাপ্ত হুজুর (শিক্ষক) মাওলানা আবুল কাশেম স্লেটে আবরী বানান শিখাতে গিয়ে বার-বার ঐ শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। পরে বাড়ি পৌঁছে ভিকটিম তার মা’র কাছে খুলে বললে জানাজানি হয়। সকাল সাড়ে ৮ টার দিকে বিক্ষুব্ধ জনতা কপিলমুনি বাজারস্থ আবুল কাশেমের নিজস্ব দোকান থেকে বের করে গণধোলাই দেয়। খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ি পুলিশ আবুল কাশেম’কে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে অভিযুক্ত আবুল কাশেমের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফৌজদারী কার্যবিধি ৯ এর ৪ (খ) ধারায় থানায় মামলা করেছেন। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা করতে খুমেক হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। তিনি আরোও বলেন, মামলার আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।