পাইকগাছা অফিস : পাইকগাছায় ৫ আগস্ট পরবর্তী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, ভাঙচুরের ঘটনায় খোঁড়া অজুহাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক কে দলীয় পদ থেকে
সাময়িক বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে হিন্দু সম্প্রদায়ের মানুষ এনামুলের বহিস্কার আদেশ প্রত্যাহারে মানববন্ধন করে এবং উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বাজার চৌরাস্তা ও বাসস্ট্যান্ড জিরোপয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১০আগস্ট খুলনা জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি স্বাক্ষরিত পত্রে এস এম এনামুল হককে বহিস্কার করা হয়। মানববন্ধনে বক্তৃতা করেন, যজ্ঞেশ্বর কার্তিক, প্রভাষক সুজিৎ কুমার মন্ডল, কিশোর কুমার মন্ডল, রমেশ মন্ডল, উদয় সানা, দেবাশীষ সরদার, দীনবন্ধু থানা, প্রিতিস মন্ডল, প্রণব মন্ডল, দেবু সরদার, প্রশান্ত মন্ডল, সমিরণ মন্ডল, জ্যোতিষ মন্ডল, রবি শংকর গাইন, দিলীপ, অশেষ ঢালী, জয়দেব রায়, কল্যাণী রায়, শংকরী মন্ডল, রিক্তা মন্ডল, শ্যামলী সানা, পূর্ণিমা মন্ডল, কেয়া রানী মন্ডল, প্রভাস মন্ডল, শিবপদ মন্ডল, শৈলেন মন্ডল, নির্মল চন্দ্র মন্ডল, ডাক্তার নিত্য রঞ্জন মন্ডল, ইউপি সদস্য পলাশ রায়, মনি শংকর মন্ডল, রিতা রানী মন্ডল, তন্ময়, পরিমল চন্দ্র মন্ডল প্রমূখ।
অপরদিকে, সন্ত্রাস বিরোধী গণমিছিল ও বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন, প্যানেল মেয়র ২ বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, তৌহিদুজ্জামান মুকুল, সাজ্জাদ আহমেদ মানিক, ইমরান সরদার, সোহেল গাজী, শেখ ইমাদুল ইসলাম, সাইফুল ইসলাম তারিক, শেখ সাদেকুজ্জামান, আবুবক্কার সানা, মিজান জোয়ারদার আব্দুস সাত্তার, আনারুল কাদির, মমিনুর রহমান, আব্দুল গফুর, শেখ ইব্রাহিম, হাবিবুর রহমান, মাসুদ পারভেজ, লিপ্টন সরদার, হযরত গাজী, জুয়েল, তৈয়বুর রহমান, হাবিবুর রহমান হবি মোল্লা, মেম্বার আব্দুল হাকিম, সন্তোষ কুমার গাইন, ইউনুস মোল্লা। এসময় বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।