পাইকগাছা প্রতিনিধি : ঐতিহ্যবাহী খুলনার পাইকগাছা ১৬আনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে ভোট শুরু হয়েছে আজ শনিবার বার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিচ্ছেন ভোটাররা।
বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান (আনারস প্রতীক) নিয়ে সভাপতি পদে নির্বাচন করছেন। তিনি সকাল বেলায় ভোট প্রদান করে সাংবাদিকদের বলেন, তিনি শতভাগ আশাবাদী ভোটাররা তাদের ভোট প্রদান করে তাকে নির্বাচিত করবেন।
সাবেক সভাপতি এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু সভাপতি পদে (ছাতা প্রতীক) নিয়ে নির্বাচন করছেন। তিনি সকাল বেলায় ভোট দিয়ে সাংবাদিকদের বলেন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট চলছে তবে বিশ্ব ইজতেমার কারণে কিছু ভোটার সংখ্যা কমবে। যদি ইজতেমার আগে বা পরে এ নির্বাচন দেওয়া হলে সবাই ভোট দেওয়ার সুযোগ পেতো। তিনি আরো বলেন আমি আশাবাদী ভোটাররা ছাতা প্রতীক ভোট প্রদান করে আমাকে নির্বাচিত করবেন।
ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সভাপতি সম্পাদকসহ ১২ টি পদের বিপরীতে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এবারের নির্বাচনে ৯৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।