
পাইকগাছা অফিস : খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা নদীতে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করে সোলাদানা ইউনিয়ন সার্বজনীন পূজা মন্দির (আমুরকাটা)
উদযাপন কমিটি। প্রতিযোগীতায় চারটি বাইচ নৌকা অংশগ্রহণ করে। প্রথম স্থান অধিকার করে পাইকগাছার রিয়া নৌকা বাইচ দল, দ্বিতীয় হয় দাকোপ এর রত্না নৌকা বাইচ দল ও তৃতীয় হয় স্বপ্নতরী নৌকা বাইচ দল এবং চতুর্থ হয় যশোর এর বাজপাখি ভদ্র নদী নৌকা বাইচ দল। প্রধান অতিথি ছিলেন প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল। এসময়ে কেন্দ্রীয় জাপার সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পূজা উদযাপন পরিষদের জেলা পূজা বিষয়ক সম্পাদক অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মন্দির কমিটির সভাপতি অ্যাড. শিবু প্রসাদ সরকার, সেক্রেটারি সাংবাদিক বিভাসেন্দু সরকার, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান কালাই, প্রভাষক নিখিল মন্ডল, সুভাষ রায়, কবিন্দ্র নাথ রায়, সুব্রত মন্ডল, ধ্রুবরঞ্জন মন্ডল, দিলীপ কুমার রায়, সাহাবুদ্দিন শাহিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।