পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্টিত দেলুটি ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ও ২নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে ইটের (ফ্লাট সোলিং) রাস্তা উঁচুকরণ ও মাটির মেরামত কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে দেব কুমার মন্ডলের বাড়ি হতে দক্ষিণ অভিমুখী দেবব্রত বাছাড়ের বাড়ি পর্যন্ত মোট ১ হাজার ৩শ’ ৭০ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট প্রস্থ্য ও গড়ে ১ ফুট উচ্চতার রাস্তার কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু রবীন্দ্রনাথ মণ্ডল, চম্পক বিশ্বাস, লক্ষ্মী রানী সরকার, জহিরুল ইসলাম, মো: শাহাদাৎ হোসেন রানা, মামুনুর রশীদ, অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, সুকৃতি মোহন সরকার, অতনু মন্ডল, শ্রাবন্তী সরকার, রিপা বালা, কিংকর মন্ডল, কালীপদ সরকার, নিখিল চন্দ্র গোলদার, ইন্দ্রজিৎ বৈরাগী, সমির কুমার মন্ডল, সিপিপি টীম লিডার দিপক মন্ডল, পলাশ কান্তি মন্ডল, পবিত্র মল্লিক, বিজন সরকার, বিশ্বজিত গোলদার, প্রদীপ মল্লিক, চিত্তরঞ্জন মন্ডল, বিকাশ মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল বলেন, দীর্ঘদিন পর এই রাস্তার উন্নয়নের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও মকবুল হোসেন মিন্টুসহ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর ও স্থানীয় পর্যায়ে সকল কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।