পাইকগাছা অফিস : পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মডেল সপ্রাবি লগোয়া পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী, সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, রহমত আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রণব কান্তি বিশ্বাস, ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রভাষক সাথী শিকদার, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, অভিভাবক ইছার হোসেন, আরিয়ানা ফেরদৌস শর্মি, শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমেরী সুলতানা, এসএম আমিনুর রহমান লিটু, শাহানা ইয়াছমিন, আবু সাঈদ পলাশ ও অনুপম ঘোষ সহ সুধী বৃন্দ, অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অপরদিকে, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে স্ব স্ব বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বালিকা বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওহাব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক প্রণব কুমার বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাবেক কাউন্সিলর কবিতা দাশ, অভিভাবক সীতা সিংহ, শিক্ষক রবীন্দ্রনাথ দে, পঞ্চানন সরকার, ফজলুল আজম, দীপঙ্কর সরকার, মৃণাল কান্তি রায়, প্রদেশ কুমার মল্লিক, রেজাউল ইসলাম, বোরহান উদ্দিন শেখ, জোবাইরিয়া আক্তার, শিক্ষার্থী অর্পিতা ও ফারজানা আক্তার। উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে দেবাশীষ রায়, প্রদীপ শীল, রহমত আলী এবং টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পাইকগাছার বিভিন্ন স্কুলের ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ

Leave a comment