পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গড়ইখালী ইউপি’র ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে দুটি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি -অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত হয়েছে। ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্দুল মোমিন গাজী বিরুদ্ধে উত্তর আমিরপুরের ওলিউল্লাহ গাজী ও ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্বাস আলী মোল্লার বিরুদ্ধে পাতড়াবুনিয়ার বাসিন্দা হেকমত গাইন পৃথক-পৃথক এ অভিযোগ করেছেন ।
৫ জানুয়ারী-২৩ দুপুরে সরেজমিনে পৌছালে নজরুল গাজী (৫২) ও মাজেদ গাজী (৬০) সহ অনেকে বলেন, উত্তর আমিরপুর কারিনীয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন পিচের রাস্তা হতে বক্কার গাজী গংদের বাড়ি পর্যন্ত ইটের সোলিং এর জন্য সরকারী ভাবে ৫০ হাজার টাকা বরাদ্দ হয়। কিন্তু আমরা স্থানীয়রা ৭ শত ইট,লেবার খরচ ও বালি ভরাট সহ ১৫ হাজার টাকা তুলে দিয়েছি। তারা অর্ধেক কাজ হয়েছে বলে দাবী করেন। ২১/২২ অর্থ বছরের এ প্রকল্পে অর্থিক দুর্নীতির তথ্য দিয়ে স্থানীয় ওলিউল্লাহ গাজী অভিযোগ রাস্তার কাজে ওয়ার্ড সদস্য মোঃ মোমিন গাজী ইউনিয়ন পরিষদের ৫০ টাকার বরাদ্দ থেকে মাত্র ১৯/১২ টাকা খরচ করে বাকী অর্থ আত্যসাৎ করেছেন। এ অভিযোগ সম্পর্কে ইউপি সদস্য মোঃ মোমিন গাজী বলেন, উন্নয়ন খাতের ৫০ টাকার মধ্যে আয়কর- ভ্যাট বাদে ৪২ হাজার ৪ শত টাকা পেয়েছি। রাস্তায় হ্যাজিং সহ ১ নম্বর ২ নম্বর মিলে ৩ হাজার ইট লেগেছে। বিরোধের কারনে আমার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
এদিকে ৯ নং ওয়ার্ড সদস্য মোঃ আব্বাস আলী মোল্লা বিরুদ্ধে এ,কে,পি,কে,এম,এম বগুড়ার চক মাধ্যমিক বিদ্যালয়ের সীমান প্রাচীরের একাংশ্যে প্লাস্টারে লোনা বালি ও কম সিমেন্ট ব্যবহার করে দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ৪ ডিসেম্বর-২৩ তারিখ ইউএনও কাছে লিখিত অভিযোগে হেকমত গাইন উল্লেখ করেন সরকারী ৫০ টাকার মধ্যে ইউপি সদস্য আব্বাস মোল্লা ১০/১২ হাজার টাকা খরচ করে সমুদয় টাকা নয়-ছয় করেছেন। এমনকি দেড় মাসের মধ্যে প্লাস্টারের বালি খসে পড়ছে। এ উন্নয়ন প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার বলেন,মেম্বর সাহেব নিজের দায়িত্বে ৫০ হাজার টাকার প্রকল্প কাজ করেছেন। আমরা কিছু জানিনা,তবে প্লাস্টারে মোটা বালি দিলে টেকসহি হতো বলে তিনি মন্তব্য করেন। দুর্নীতির অভিযোগ সম্পর্কে ইউপি সদস্য মোঃ আব্বাস আলী মোল্লা বলেন,বিদ্যালয়ের প্রাচীরে প্লাস্টারে দুর্নীতি করা হয়নি। তিনি আরোও বলেন স্থানীয় কিছু মানুষ বিরোধীতার খাতিরে অভিযোগ দিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, গড়ইখালী ইউপি’র দুই ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তদন্তে প্রমানিত হলে তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহনের কথা বলেন তিনি।
পাইকগাছায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Leave a comment