পাইকগাছা অফিস : আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাইস্কুল প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহা. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব, মিলি জিয়াসমিন, অব. প্রধান শিক্ষক মো. খালেকুজ্জামান ও অব. সহকারী শিক্ষক অখিল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। এসময় সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার শীল, দেবাশীষ সরকার, মো. রহমত আলী, মো. ইমরুল ইসলাম, সহকারী শিক্ষক জিএম এম খায়রুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. আল আমিন হুসাইন, মুহা. হুমায়ুন কবির, শিরিনা খাতুন, রাবেয়া সুলতানা, মো. আব্দুল মোমিন, রত্নেশ্বর সরকার, শামীমা ইয়াসমিন, গীতা রাণী, শাহানা ইয়াসমিন, আজমেরী সুলতানা, সাংবাদিক আব্দুল আজিজ ও পূর্ণ চন্দ্র মন্ডল সহ অভিভাবক বৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠান মালায় দীর্ঘ লাফ, বর্শা নিক্ষেপ, দৌড়, চাকতির নিক্ষেপ, মোরগ লড়াই, লৌহ গোলক নিক্ষেপ, স্লো সাইকেল রেস সহ বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।