পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি : পাটকেলঘাটা উত্তর বাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি হান্নান গাজীর বিরুদ্ধে ১৫ লক্ষ ৩০ হাজার ৫০ টাকা আত্মসাতের অেিযাগে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় পাটকেলঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে। ভুক্তভোগীরা পাটকেলঘাটা থানা এলাকার পারকুমিরা গ্রামের রাবেয়া বেগম, মরিয়ম বেগম, তরিকুল ইসলাম, রুহুল আমিন, রাজিয়া বেগম সহ ১৪ জন লিখিত বক্তব্যে বলেন, পাটকেলঘাটা উত্তর বাজার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. ২০১৫ সালের ১৮ নভেম্বর গঠিত হয়। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে চলাকালীন অবস্থায় আমরা সমিতির সদস্য হই। পরবর্তীতে টাকার লোভ সামলাতে না পেরে ২০১৭ সালের ফেব্রুয়ারী মাসের ২২ তারিখে সমিতির সদস্যদের মতামত না নিয়েই হান্নান গাজী নিজেই সমিতির সভাপতি ঘোষণা করেন। সেই সাথে নিজ স্ত্রী আসমা আক্তারকে সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন তার আপন বড় ভাই মো: মোজাম গাজীর ছেলে মো: রাসেল হুসাইনকে। ফলে আমরা যারা সমিতির সাধারণ সদস্য আমাদের জমাকৃত টাকা ফেরত চাইলে সে আমাদের মামলা দেওয়ার হুমকি সহ অসৎ আচরণ করে। ভুক্তভোগীরা আরও বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাইয়ের দ্বারস্থ হলে তিনি লিখিত ভাবে আমাদের পক্ষে রায় দেয় কিন্তু তারপরও আমরা এখনও কোন প্রতিকার পায়নি। এসময় ভুক্তভোগীরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।