
সাতক্ষীরা প্রতিনিধি: পাটকেলঘাটায় এশার নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে পিকাপের সাথে ধাক্কা লেগে ইসমাইল মোড়ল (৫৫) নামে এক সাইকেল মিস্ত্রি নিহত হয়েছে।
শুক্রবার রাতে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় মর্মন্তিক এই দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মোড়ল সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকার নুরুল বকস্ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন সাইকেল মিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে দোকানের কাজ শেষে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন মিস্ত্রী ইসমাইল। ওই সময় রাস্তা পারাপারের সময় খুলনা গামী একটি মুরগী বহনকারী পিকআপ তাকে পিছন থেকে ধাক্কা মারে। এতে তিনি ছিটকে পরে গুরত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরায় নিয়ে যাওয়ার পথিমধ্যে মৃত্যু হয় তার।
পাটকেলঘাটা থানার ওসিবিপ্লব কুমার নাথ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবার কোন অভিযোগ না থাকা ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দাফনের জন্য দেয়া হয়েছে।