এম সাইফুল ইসলাম
২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হিজড়াদের ব্যক্তগিত কর ছাড় দেয়া হয়েছে। এছাড়া, কোনো প্রতিষ্ঠানে মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি হিজড়া জনগোষ্ঠীর কর্মী থাকলে প্রদেয় করের ৫ শতাংশ পাবে বলে যে ঘোষণা এসেছে, এর ফলে এই জনগোষ্ঠীর জন্য নতুন নতুন কর্মসং¯’ানের সুযোগ তৈরি হবে। এ বাজেট দেশের লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠীর জন্য নতুন মাইলফলক।
হিজড়াদের কর ছাড় সরকারের সুদুরপ্রসারি পরিকল্পনারই অংশ: পাখি
নক্ষত্র মানবকল্যান সোসাইটির সভাপতি পাখি হিজড়া। বাজেট প্রতিক্রিয়ায় তিনি জানান, কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন সম্ভব নয়। তাই ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে হিজড়াদের ব্যক্তগিত কর ছাড় দেয়া সরকারের সুদুরপ্রসারি পরিকল্পনারই অংশ। তাছাড়া, কোনো প্রতিষ্ঠানে মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি হিজড়া জনগোষ্ঠীর কর্মী থাকলে প্রদেয় করের ৫ শতাংশ ছাড় পাবে বলে যে ঘোষণা এসেছে, এর ফলে এই জনগোষ্ঠীর জন্য নতুন নতুন কর্মসং¯’ানের সুযোগ তৈরি হবে। দেশের অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধিতে লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠী আরো বেশি অবদান রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের এইসব পদক্ষেপ লিঙ্গ বৈচিত্রময় ও হিজড়া জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে। লিঙ্গ বৈচিত্র্যময় ও হিজড়া জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র অংশ হলেও এ জনগোষ্ঠী সমাজে সব সময় অবহেলিত ও বৈষম্যের স্বীকার। এ জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে পারলে দেশের উন্নয়নে তারাও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলেই মনে করে বন্ধু। নতুন অর্থবছরের (২০২১-২২) ঘোষিত বাজেটে নেওয়া এই পদক্ষেপসমূহ তাই অনেক বেশি ইতিবাচক, সমাজের মানুষ এগিয়ে আসলে সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহজ হবে বলে জানান তিনি।
পথশিশু পুনর্বাসনে শিশু অধিদপ্তরের
কার্যক্রম শুরু করতে হবে: লেলিন
পথশিশু পুনর্বাসনে জাতীয় বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখার পাশাপাশি শিশু অধিদপ্তরের কার্যক্রম দ্রুত শুরু করার দাবি জানিয়েছেন খুলনার সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা স্বপ্নপুরী সংগঠনের সহ সাধারণ সম্পাদক মুফাস্সির আলম লেলিন।
জাতীয় বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানোর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজেটের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পথশিশুদের সুরক্ষায় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদি কর্মসূচি গ্রহণ, একটি পরিপূর্ণ জরীপ পরিচালনা করে পথে থাকা শিশুদের সম্পর্কে প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিচালিত পথশিশু সুরক্ষা কার্যক্রম সমন্বয় ও সহযোগিতা বুথ ¯’াপন, পথশিশুদের জন্য ওয়ান স্টপ ক্রাইসিস রেসপন্স ইউনিট গঠন, সরকারি বেসরকারি পর্যায়ে পথশিশু কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য একটি নীতিমালা প্রণয়ন এবং সরকারি সং¯’া, বেসরকারি সংগঠন ও পথশিশুসহ সবাইকে নিয়ে একটি ক্রস সেক্টর বডি গঠনের সুপারিশ করেন তিনি।
বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা কিছু রাখা হয়নি: হীরা
সোনালী দিন প্রতিবন্ধি সং¯’ার সাধারণ সম্পাদক ইশরাত আরা হীরা। তিনি জানান, কোনো জনগোষ্ঠীকে পেছনে রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ অর্জন সম্ভব নয়। প্রস্তাবিত বাজেটে দেশের বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্ধ রাখলেও পিছিয়ে পড়া জনগোষ্ঠি বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য নতুন কিছু রাখা হয়নি। তাদের শিক্ষা, স্বা¯’্য ও প্রশিক্ষনের উপর গুরুত্ব দেয়া উচিত ছিলো।
এ জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনতে পারলে দেশের উন্নয়নে তারাও ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলেই মনে করে । নতুন অর্থবছরের (২০২১-২২) ঘোষিত বাজেটে নেওয়া অন্যান্য পদক্ষেপ সমূহ ইতিবাচক, সমাজের মানুষ এগিয়ে আসলে সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠা সহজ হবে বলে জানান তিনি।