বিজ্ঞপ্তি : বুধবার ঝিকরগাছার পেন ফাউন্ডেনে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর’র এফএসটিআইপি প্রকল্পের উদ্যোগে স্বেচছাসেবক (পিয়ার লিডারদের) সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘন ইমদাদ। স্বাগত বক্তব্য রাখেন রাইটস যশোর’র প্রোগ্রাম অফিসার তপন কুমার বিশ^াস। রাইটস যশোরে’র প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম প্রকল্প বিষয়ক কার্যক্রম, মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, বাল্যবিবাহ প্রতিরোধে স্বেচছাসেবক (পিয়ার লিডারদের) দায় দায়িত্ব ও কর্ম পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে পিয়ার লিডারদের নিজ নিজ কর্মক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করা হয়।
পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘন ইমদাদ বলেন বাল্যবিবাহ সমাজের একটা ব্যাধি। এর ফলে মানব পাচারের ভয়াবহতা বেড়েই চলেছে। বাল্যবিবাহ সমাজ থেকে সমুলে উৎপাটন করতে না পারলে মানব পাচারসহ নানা রকম ব্যভিচার সমাজে প্রতিটি রন্দ্রে রন্দ্রে ছড়িয়ে পড়বে। তাই সমাজ থেকে এ ধরনের ব্যাধি চিরতরে বিনাশ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করেন। এ প্রশিক্ষণে ২৩ জন স্বেচছাসেবক অংশগ্রহণ করে।