এস এম মুর্শিদ, পিরোজপুর : পিরোজপুরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, দুণৃীতি প্রতিরোধ কমিটি এবং সচেতন নাগরিক কমিটি সনাক ও টিআইবি এর আয়োজনে শহরের কৃষ্ণচুড়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের, উপ-পরিচালক দুদক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ শেখ সাঈদুর রহমান, সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান নাসিম, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামীম, টিআইবির এরিয়া মানেজার জহিরুল কাইয়ুম।