পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ঘুষ ও দুর্ণীতিমুক্ত পরিবেশে ১২০ টাকায় ৩২ তরুণ-তরুণীর পুলিশ কনস্টেবল চাকরি পেয়েছে বলে জানিয়েছেন পিরোজপুর পুলিশ কনস্টেবল ট্রেইনিং রিক্রুট কমিটির সভাপতি ও পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। বুধবার রাত ৭ টায় পিরোজপুর পুলিশ লাইন্স মিলণায়তনে প্রেস বিফিং অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এসময় খান মুহাম্মদ আবু নাসের জানান, পুলিশ কনস্টেবল পদে ৩২ জনের চাকরী পেয়েছে যার মধ্যে ৩ জন নারী সদস্য ও ১ জন মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে। শতভাগ স্বচ্ছতা, দূর্ণীতিমুক্ত ও ঘুষমুক্ত পরিবেশে পরীক্ষার্থীরা উত্তীর্ন হয়েছেন। পরে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফুল দিয়ে মিষ্টিমুখ করান নিয়োগ কমিটির সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নিয়োগ কমিটির সদস্য বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাছুদুল আলম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোসাঃ শারমিন সুলতানা রাখী। জেলা পুলিশের (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন সহ সাংবাদিকবৃন্দ।