জন্মভূমি ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পুলিশের স্বল্পতা নেই, তবে উদ্যমের কিছুটা ঘাটতি রয়েছে। পরিস্থিতির উন্নয়নে পুলিশসহ বিভিন্ন সংস্থা নিরলসভবে কাজ করছে।
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীতে কেরানীগঞ্জ কারাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের স্বল্পতা নাই। হয়তো আগের মতো কাজে উদ্যোমটা নেই। তাদের কাজের উদ্যোমটা যাতে বাড়ানো যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
জুলাই আন্দোলনে আহতদের কারাগারে চাকরির সুযোগ করে দেওয়ার চেষ্টা চলছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা জুলাই আগস্টে আহত হয়েছেন তাদেরকে আমরা এখানে চাকরি দেওয়ার চেষ্টা করব। এখানে যেন তাদের একটা কর্মসংস্থান তৈরি হয়।
এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, গত ৫ আগস্টের পর বিভিন্ন কারাগার থেকে যারা পালিয়েছিল তাদের মধ্যে ৭০০ জন এখনো বাইরে আছেন। এখন থেকে কারাগারগুলোতে যাতে নিরাপত্তায় কোনো ধরনের ঘাটতি না থাকে সেজন্য সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেই ধরা পড়বে তাকেই আইনের আওতায় আনা হবে।
চাঁদাবাজি-ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছিনতাই-চাঁদাবাজি যে হচ্ছে না তা আমি বলব না। যারা এসব করছে তারা ধরা পড়ছে আবার ছাড়া পেয়ে আবারও এসব অপরাধে জড়াচ্ছে। এটা সত্য কথা। তবে আমরা চেষ্টা করছি যেভাবে হোক এটাকে কমায় আনার জন্য। এ সময় উপদেষ্টা কারাগারে হটলাইন (০৯৬১২০২১৬৯০) এর উদ্বোধন ঘোষণা করেন। এখন থেকে এই হটলাইনে কল করলে বন্দী সম্পর্কিত তথ্য, বন্দী কেমন আছেন সে ব্যাপারে তথ্য, বন্দীর হাজিরার তারিখ, বন্দীর সাক্ষাতের তারিখ, ফোনে কথা বলার তারিখ, বন্দীর শারীরিক অবস্থা জনিত তথ্য, প্যারোলে মুক্তি সম্পর্কিত তথ্য, অভিযোগ ও পরামর্শ সম্পর্কিত তথ্য জানা যাবে।