জন্মভূমি ডেস্ক : পোস্টিংয়ের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে পুলিশ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।
আজ শনিবার (৩১ আগস্ট) দুপুরে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশের মিডিয়া বিভাগ থেকে বলা হয়, একটি চক্র পুলিশ সদস্যদের বিভিন্ন ইউনিটে পোস্টিংয়ের ভয় দেখিয়ে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
প্রতারক চক্রকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সদর দফতর।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার। এই সরকারকে অন্যায্যভাবে টিকিয়ে রাখার অভিযোগে পুলিশের ওপর পতিত হয় জনরোষ। এতে কার্যত ছন্নছাড়া হয়ে পড়ে পুলিশ বাহিনী। নতুন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর পুলিশকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে।