
শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের দুবলারচরের পৃথক স্থানে মঙ্গলবার সকালে ট্রলার ও নৌকাসহ ২৮ জেলেকে আটক করেছে বনরক্ষীরা এ সময় ১৫মণ কাকড়া জব্দ করা হয়। অবৈধভাবে কাকড়া ও মাছ ধরায় তাদের আটক করা হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে নীলবাড়ীয়া খালে অবৈধভাবে কাকড়া ধরায় ৪টি নৌকাসহ ১২ জনকে আটক করে। এসময় ১৫মণ কাকড়া জব্দ করে বনরক্ষীরা। আটকদের বাড়ী বাগেরহাটের মোড়েলগঞ্জ এলাকায়। অপর ঘটনায় মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে বনের আমবাড়ীয়া এলাকায় ৪টি ট্রলারসহ ১৬ জন জেলে ধরা পড়ে বনরক্ষীদের হাতে। এ সময় মাছ ধরার জাল জব্দ করা হয়। আটক ্এ জেলেদের বাড়ী পাথরঘাটার বিভিন্ন এলাকায় বলে বনরক্ষীরা জানান।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, বর্তমানে সুন্দরবনে কাকড়া ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধভাবে কাকড়া ও মাছ ধরায় তাদের বন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হবে বলে এসিএফ জানিয়েছেন।