কুষ্টিয়া প্রতিনিধি : কক্সবাজার থেকে ইয়াবা কিনে সেগুলো ছোট ছোট পুটলি করে গিলে পেটের ভেতর চালান করেছিলেন। এরপর সেগুলো নিয়ে চলে আসেন কুষ্টিয়া। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন ওই ইয়াবাবাহক। আটকের পর পায়ুপথ দিয়ে সেসব ইয়াবা বের করা হয়। সেখানে ১৪৫৭টি ইয়াবা পাওয়া যায়। শুক্রবার (২ জুন) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মলেনে এসব তথ্য জানান কুষ্টিয়ার মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলের দিকে পজেলার ধুবইল ইউনিয়নের গোবিন্দগুনিয়া ব্রীজের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক মাদকবাহী ওই ব্যক্তির নাম সুজাত আলী (২৩)। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবা কিনে সেগুলো ছোট ছোট পুটলি করে গিলে ফেলে সে। এরপর পাকস্থলীতে ইয়াবা নিয়ে চলে আসে কুষ্টিয়ায়। বিষয়টি গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর থানার বাথরুমে নিলে সে পায়ুপথ দিয়ে ইয়াবার ৪৫টি পুটলি বের করে দেয়। এসব পুটলিতে ১,৪৫৭টি ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক দাম ৪ লাখ ৩৭,১০০ টাকা। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।