
বিজ্ঞপ্তি : প্রকৃতি ও জীবন ক্লাব, খুলনার উদ্যোগে ৩০০ জন দুঃস্থ মানুষের মাঝে আজ শনিবার সকাল ৯টায় খুলনা কালেক্টরেট কলেজিয়েট স্কুল মাঠে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কুণ্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, প্রকৃতি ও জীবন ক্লাব, খুলনার উপদেষ্টা অ্যাড. মোঃ বাবুল হাওলাদার, ক্লাবের সদস্য রোটারিয়ান হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, এস এম দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খ ম শাহীন হোসেন, শংকর রায় সাগর, তাপস কুমার দে এবং চ্যানেল আই-এর খুলনা প্রতিনিধি দানিয়েল সুজিত প্রমুখ। এ সময় সকলকে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, খাল, নদী, পুকুর, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনায় আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।