মিজানুর রহমান, মোরেলগঞ্জ : আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আগম উপলক্ষে জনসভা সফল করার আহ্বান জানিয়ে ৫০ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে মোটর শোভাযাত্রা করেছেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. জামিল হোসাইন।
মঙ্গলবার বেলা ১১টা মোরেলগঞ্জ উপজেলার বালুরমাঠ থেকে সাইনবোর্ড-বগী ও বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে অনুষ্ঠিত ২ শতাধিক মোটার শোভাযাত্রা বের হয়ে বাগেরহাট খানজাহান আলী মাজার দোয়া শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতা সাবেক সংষদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন ও শরণখোলায় প্রয়াত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল এর কবর জিয়ারত করেন আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন।
এ সময় পৃথক পৃথক সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মো. জামিল হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা মো. বাদশা মীর, যুব সেন্টার নেতা কামাল হোসেন হিমু, মোরেলগঞ্জ যুব সেন্টার নেতা রুহুল আলীম, আবজাল তালুকদার, ছাত্রলীগ নেতা আব্দুল হক আকন, নূর মোহাম্মদ, কলেজ ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নোমান, আজমল হোসেন, মিজানুর রহমান মামুন প্রমুখ।
মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জামিল হোসাইন বলেন, বিএনপি-জামায়েত অগ্নি-সন্ত্রাস করে দেশের উন্নয়ন ব্যাহত করতে পারবে না। দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয় করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনবেন। রোড শোটি শরণখোলা উপজেলা থেকে শুরু করে মোরেলগঞ্জ হয়ে বাগেরহাটের ষাটগম্বুজ মাজার এলাকা ঘুরে আবার শরণখোলায় গিয়ে শেষ হয়।