তেরখাদা প্রতিনিধিঃ বাংলাদেশের কৃতি ফুটবলার আব্দুস সালাম মূর্শেদী এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় দেশ আজ স্বর্ণ শেখরে পদার্পণ করেছে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের গরীব দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফোটাতে এবং নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিধ্বস্ত বাংলাদেশের হাল ধরে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে ডিজিটালে রূপান্তরিত করে দেশের সকল ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করতে কঠোর পরিশ্রম করছেন।তিনি শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকার বিজয় ছিনিয়ে আনার আহবান জানান। আব্দুস সালাম মূর্শেদী এমপি গত ০৯ সেপ্টেম্বর দিনব্যাপী তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে আতাই নদীর ভাঙ্গন কবলিত বাধ পুনঃনির্মাণ কাজের উদ্বোধন এবং শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন। এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এফ এম অহিদুজ্জামান, মহিলা ভাইসচেয়ারম্যান নাজমা খান,অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপ-বিভাগীয় প্রকৌশলী অরিত্র সাহা ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক মোঃ মোতালেব হোসেন,গাজিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন সিদ্দীকী হেলাল, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুয়ারা সুমি, শেখ রাজা মিয়া, মোল্যা জিয়াউর রহমান, মোঃ বাদশা মল্লিক, শেখ শারাফাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আনিচুল হক, শ্রমিকনেতা মোঃ জিল্লুর রহমান নান্নু, ছাত্রনেতা শেখ হোসাইন আহমেদ।