যশোর অফিস : দৈনিক প্রভাতফেরি পত্রিকার সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ফকির শওকতের মাতা জাহানারা বেগম ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি মারা যান। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে ফকির শওকতের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেনযশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রেসক্লাব যশোর। প্রেসক্লাব যশোর সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একইসাথে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।