ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পর্যায়ের মসজিদের ইমাম, খতিব আলেম ওলামাদের নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ্ মো: মহিবুল্লাহ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান, ফিল্ড অফিসার মো: মাসুম বিল্লাহ, ফিল্ড সুপারভাইজার মো: আবুল কাশেম, ফকিরহাট উপজেলার এফএস মু. এরশাদুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন আ. রহীম গাজী, মোফাজ্জেল হোসেন, আবুল বাশার, কাজী সাইফুল্লাহ মাহমুদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আমির।