ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশের আনারস প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) বিকেল ৪টায় কাজি আজহার আলি কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভাটি জনসমূদ্রে পরিনত হয়।
ফকিরহাট উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারনার শেষ দিনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। জনসভায় সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী (আনারস) স্বপন দাশ। এতে বিশেষ বক্তা ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভূইয়া হেমায়েত উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাড. মিলন কুমার ব্যানার্জী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ্জ্ব তালুকদার আব্দুল বাকী, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম। সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ (সাহেব)।
জনসভায় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা আগামী ২১ তারিখ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশের আনারস প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যাগত রাখার আহবান জানান। এসময় উপজেলার ৪৫টি কেন্দ্র থেকে বিপুল সংখ্যক নারী পুরুষ মিছিল সহকারে সভায় উপস্থিত হন। কলেজের মাঠ ও আশে পাশের এলাকায় আনারস প্রতীকের পোস্টার ও ব্যানারে সুসজ্জিত করা হয়।
ফকিরহাটে চেয়ারম্যান প্রার্থী স্বপন দাশের নির্বাচনী জনসভা

Leave a comment