ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ২০২৩-২০২৪ অর্থ ভছরে স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর আওতায় নারী কৃষকদের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে ৮০জন নারী কৃষিক অংশগ্রহন করেন।
বুধবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় কৃষি অফিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খূলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিএই) মো. রফিকুল ইসলাম, বাগেরহাট খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রবিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল, দেবরাজ বালা সহ বিভিন্ন কর্মকর্তা ও নারী কৃষকগন।
প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খূলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, কৃষকদের কৃষিকাজ আরো উন্নতি করতে পানির সমস্যার জন্য যেসব খাল পলিপড়ে নাব্যতা হারিয়েছে, সেইসব খাল খননের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিহিত করা হবে। এছাড়া বাড়ির ছাদে সবজি চাষের জন্য সহযোগিতা করা হবে। এছাড়া কৃষিকাজে কৃষকদের যথাসম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি জানান।
ফকিরহাটে নারী কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment