
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর এলাকায় পুকুরের পানিতে ডুবে আবু হানিফা শেখ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আবু হানিফা শেখ উপজেলার লখপুর ইউনিয়নের মো. আলাউদ্দিন শেখের ছেলে।
পুলিশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার (১৮ জুন) সকালে কোন এক সময় আবু হানিফা শেখ পুকুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে খুজতে যেয়ে দেখে তিনি মৃত অবস্থায় পুকুরের পানিতে ভেসে আছে।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করে মরদেহ উদ্ধার করে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, পানিতে ডুবে আবু হানিফা শেখ মারা গেছেন। তার পরিবারের দাবী তার মৃগি জনিত রোগ ছিল। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।