
মান্না দে, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে প্রচন্ড গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। প্রতিদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য বিভাগ বলছে, প্রতি বছর এই সময় ডায়রিয়ার প্রকোপ তুলনামূলক বেড়ে যায়। এ সময়ে পঁচা-বাসি খাবার না খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ জানান, গত ২৪ ঘন্টায় ১২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৭জন ডায়রিয়া রোগী। প্রতিদিন প্রায় ৬ থেকে ১০জন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরমধ্যে নারি-পুরুষ সহ শিশু রোগী আছেন। যারা ভর্তি হয়েছে তাদের মধ্যে বয়স্ক লোক বেশী রয়েছে। অনেক ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালের বহিঃবিভাগে দেখিয়ে ব্যবস্থাপত্র অনুযায়ী বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করছেন অনেক রোগী।
হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ নার্স গীতা চক্রবর্তী জানান, হাসপাতালে প্রতিদিনই অনেক রোগী ভর্তি হচ্ছেন, ডায়রিয়ায় আক্রান্ত ভর্তি রোগীদের হাসপাতাল থেকে স্যালাইন ও ওষুধ দেয়া হচ্ছে। ডায়রিয়া ওয়ার্ডে আসন ফাকা না থাকায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করা হয়েছে। ভর্তিকৃত রোগীর তবে চিকিৎসার জন্য বাইরে থেকে তাদের কিছু কিনতে হয় না।
কয়েকজন ডায়রিয়া রোগীর পরিবারের সাথে কথা বলে জানা গেছে, যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে অনেকে এখনো সুস্থ হতে পারেনিনি। কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অপেক্ষমানরা ছাড়পত্র পেলে তারা বাড়িতে চলে যাবেন।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম বলেন, প্রচন্ড দাবদাহে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ডায়রিয়ার প্রকোপ মোকাবেলায় যথেষ্ট পরিমাণ স্যালাইন ও ওষুধ মজুদ রয়েছে।
তিনি আরো বলেন, ডায়রিয়ায় হাত থেকে রক্ষা পেতে সচেতনতা ছাড়া বিকল্প নেই। এসময় পঁচা-বাসি খাবার খাওয়া যাবেনা। ঘন ঘন বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রখর রোদে বের না হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।