
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত বাসের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী (২৫) নিহত হয়েছে। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার বড় খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ওই পথচারী মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস তাকে সাজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটন্স্থলে অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যাক্তি মস্তিস্ক বিকৃত ছিলেন বলে তিনি জানান।

