ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কেডস্ ও স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ, অভিভাবক ও সুধী সমাবেশে ৬ষ্ঠ শেণির ১০জন ছাত্রীকে বাাইসাইকেল ও ২৫জন ছাত্র-ছাত্রীকে কেডস্ সহ স্কুল ড্রেস বিতরণ করা হয়।
বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় সম্মিলনী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এসব শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল ও স্কুল ড্রেস তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন বিশ্বাস।
এতে সভাপতিত্ব করে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ফকির মোস্তফা কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষক, এসএমসির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসব শিক্ষার্থী জানান, তারা বাইসাইকেল ও কেডস্ সহ স্কুল ড্রেস পেয়ে খুব খুশি। বিদ্যালয়ে কষ্ট করে পায়ে হেঁটে আসতে হবেনা। বাইসাইকেল চালিয়ে সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছাতে পারবেন বলে শিক্ষার্থীরা জানান।
ফকিরহাটে সম্মিলনী স্কুল শিক্ষার্থীদের বাইসাইকেল ও ড্রেস বিতরণ
Leave a comment