ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে কন্যাবর্তিকা কর্মসূচীর আওতাধীন শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় মুলঘর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
মূূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন।
মুলঘর ইউপি সচিব মো. সোহেল রানার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জুলফিকার জুয়েল, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর সহ কন্যাবর্তিকা কর্মসূচীর আওতায় থাকা শিক্ষার্থীদের অভিভাবকগন, বিভিন্ন সদস্য-সদস্যা ও স্থানীয় হন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীর অভিভাবকদের হাতে বিভিন্ন সবজীর বীজ তুলে দেন।
ফকিরহাট মূলঘরে শিক্ষার্থীর অভিভাকদের সঙ্গে মতবিনিময়
Leave a comment