ফুলতলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ফুলতলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. জেসমিন আরা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, কাজী আশরাফ হোসেন আশু, কাজী জাফর উদ্দিন, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ও সরদার মনিরুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, ফারহানা ইয়াসমিন, শাহানাজ বেগম, সালমা খাতুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।