
ফুলতলা প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১টায় ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) এর সভা এবং ফুলতলা ইউনিয়ন মানব পাচার প্রতিরোধ কমিটির উদ্যেগে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে তথ্য কর্ণার উদ্বোধন করা হয়। তথ্য কর্ণার উদ্বোধন করেন নবাগত ইউএনও সুচি রানী সাহা। ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো: ইকবাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন। স্বাগত বক্তৃতা করেন আশ্বাস প্রকল্পের প্রোগাম কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষ। উন্নয়ন সংস্থা রুপান্তরের আয়োজনে ও আশ্বাস প্রকল্পের আওতায় প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউপি সদস্য খলিলুর রহমান, কাজী ইমরান, মো: মহিউদ্দিন, শেখ মনিরুল ইসলাম, কাজী কবিতা পারভীন, মো: কবির হোসেন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ কাউসারী আজাদ, প্রভাষক রেজাউল ইসলাম, মাস্টার টুকুরুল ইসলাম, স্বাস্থ্য সহকারী সেলিনা আক্তার, ম্যারেজ রেজিস্ট্রার নাজমুর সাব্বির সিদ্দক, ইমাম হাফেজ হোসেন আলী, ব্র্যাক এর শ্রাবন্তী সাহা, কমিউনিটি ফ্যাসিলেটেটর মিতা মজুমদার প্রমুখ।

