ফুলতলা প্রতিনিধি : সন্ত্রাসী রাস্ট্র ইসরাইল কর্তৃক মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা ও নিরীহ ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফুলতলা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে বাসস্ট্যান্ড চত্বরে আসর বাদ এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ইমাম পরিষদের সভাপতি অধ্যক্ষ আ.ছ.ম রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মুফতি নুর মোহাম্মদ, হাফেজ মাওঃ মুফতি জাকির আশরাফি, হাফেজ মাওঃ আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওঃ গাজী আল আমিন, হাফেজ মাওঃ শরফিুল ইসলাম, হাফেজ মাওঃ মেজবাউল হক প্রমুখ। উল্লেখ্য, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশহগ্রহণ করেন।